Sunday, 17 February 2019

প্রাচীন এবং নতুন সভ্যতার মেলবন্ধনে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে মা সারদা ভক্ত মন্ডলী

পুজো মানেই নতুন নতুন থিমের সারি। দুর্গা পুজো,কালি পুজোর পাশাপাশি থিমের মোড়কে সেজেছে সরস্বতী পুজোও। তেমনি কলকাতার মানিকতলা বাজারে থিমের জাদু নিয়ে ১৯তম বছরে পদার্পন করল মা সারদা ভক্ত মন্ডলীর সরস্বতী পুজো। 
পাঁচদিন ব্যাপী এ পুজোয় থিম মেকার সোমনাথ দাসের অভাবনীয় চিন্তাভাবনায় ফুটে উঠেছে প্রাচীন এবং নতুন সভ্যতার মেলবন্ধন।
 পুজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন, ভোগ বিতরণ, পুরস্কার এবং পুস্তক বিতরণ।
 প্রেসিডেন্ট শ্রী প্রকাশ জসওয়াল জানান, "প্রতিবছর আমরা নতুনত্ব কিছু করার চেষ্টা করি। আমাদের একটাই উদ্দেশ্য গরিব বাচ্চাদের সাহায্য করা। প্রতি বছর এটাই করে যাচ্ছি আর আগামী দিনে আমরা এ ধরনের কাজ আরো করতে চাই।"

No comments:

Post a Comment