উত্তর হাওড়ার একটি সব থেকে বড় অনুষ্ঠান শ্রী শ্রী শীতলা মাতার স্নান যাত্রা। প্রতিবছরই মাঘী পূর্ণিমার দিন হয় এই স্নান যাত্রা আড়াইশো বছরের বেশি পুরানো এই স্নান যাত্রায় অংশগ্রহণ করেন। সালকিয়া সহ দূর দূর থেকে আগত ভক্তগন অংশগ্রহণ করেন। শীতলা মায়ের কাছে ভক্তগণ এই দিনে যা মানত করেন তাই পূর্ণ হয় বলে এলাকাবাসীর ধারণা। এই স্নানযাত্রার দরুন বন্ধ থাকে সালকিয়া স্কুল রোড, প্রচুর মানুষ এবং বিকালে একের পর এক মা শোভাযাত্রায় বেরিয়ে প্রথমে তার ছোট বোন ছোট শীতলা মাতা ও তার পরে কালীতলার মোড়ে মকর শীতলা মাতা সঙ্গে দেখা করে রাতে স্নান যাত্রা শেষে পরের দিন ষোলআনা পুজো চলে। বড়মা, মেজ মা, সেজো মা সহ 100 টির বেশি শীতলা মাতা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। দু'দিন ব্যাপী এই উৎসবের জন্য সেজে উঠছে উত্তর হাওড়া সালকিয়া এলাকা
- Sourav Ray, Hello Kolkata
No comments:
Post a Comment